The Grass

Some of my poems... Some of my secrets... Some of my faces... Some of my thoughts I can't discuss with my friends... Some of the memories I cherish... It's all unexplored me... Just LISTEN!

Wednesday, October 25, 2006

আজ আমার জন্মদিন


আজ আমার জন্মদিন। কাল ঈদ ছিল। মায়ের মন খারাপ হওয়ার মত যথেষ্ট। আমায় মাইসোর ছেড়ে হায়দ্রাবাদ যেতে হবে। জানিনা মনটা কেমন ভারাক্রান্ত। কেমন একটা ভালো না লাগা। আজ সৃষ্টি প্রকাশিত হওয়ার কথা ছিল সেইজন্যে কী? হতে পারে। কেমন একটা অতৃপ্তি সবসময়। পরের ইস্যু প্রকাশ না পাওয়া পর্যন্ত এটা কাটবে না মনে হচ্ছে। একটু মন দিয়ে লেখালিখি করতে হবে এখন। কিছুই ভালো লাগা না থেকে অনেক সময় ভালো লেখা আসে।


যাক গে, আজ আমার জন্মদিন। তাই নিজেকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। রোহণ, তুমি ভাল থেকো।

1 Comments:

  • At 9:32 PM, Blogger Samran said…

    জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রোহন ৷
    খুব ভাল কাটুক আজ ও আজকের পরের প্রতিটি দিন ৷

     

Post a Comment

<< Home