আজ আমার জন্মদিন
আজ আমার জন্মদিন। কাল ঈদ ছিল। মায়ের মন খারাপ হওয়ার মত যথেষ্ট। আমায় মাইসোর ছেড়ে হায়দ্রাবাদ যেতে হবে। জানিনা মনটা কেমন ভারাক্রান্ত। কেমন একটা ভালো না লাগা। আজ সৃষ্টি প্রকাশিত হওয়ার কথা ছিল সেইজন্যে কী? হতে পারে। কেমন একটা অতৃপ্তি সবসময়। পরের ইস্যু প্রকাশ না পাওয়া পর্যন্ত এটা কাটবে না মনে হচ্ছে। একটু মন দিয়ে লেখালিখি করতে হবে এখন। কিছুই ভালো লাগা না থেকে অনেক সময় ভালো লেখা আসে।
যাক গে, আজ আমার জন্মদিন। তাই নিজেকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। রোহণ, তুমি ভাল থেকো।
1 Comments:
At 9:32 PM, Samran said…
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রোহন ৷
খুব ভাল কাটুক আজ ও আজকের পরের প্রতিটি দিন ৷
Post a Comment
<< Home