সৌম্য আমায় ছেড়ে চলে যাবে
সৌম্য চলে যাবে। ওর চাকরি নেই এখন। ওর জায়গায় নিজেকে কল্পনা করতে ভয় করছিল কাল। Moth Smoke-এ পড়েছিলাম, কোনো একজনের চাকরি যাওয়ার পরের ঘটনাগুলো কেমন হতে পারে। ও বলছিল ওর এখন পাখির মত হাল্কা লাগছে নিজেকে। স্বাধীন। কে না জানে চাকরিটা পরের গোলামী ছাড়া কিছু নয়। কিন্তু তবু আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর জন্যে আমাদের মত সাধারণ ছেলেগুলো আজীবন অন্যের দাসত্ব করবে -- এটাও পূর্ব নির্ধারিত সত্য। আমাদের ওপর অনেক দায়িত্ব যে।
সৌম্য আমার খুব কাছের জন। ওর জন্যে গত পরশু থেকে মন খারাপ।
0 Comments:
Post a Comment
<< Home