আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি...
যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়...
জেনো তোমার মতোই আমি হাতড়ে বেড়াই
জেনো তোমার মতোই আমার বন্ধু একটা চাই
শেষ ব'লে কিছু নেই
শেষ যেখানে জেনো শুরু সেখানেই
অনেকদিন পর আমার গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু এখানে এনা নেই। কে আমায় গান শোনাবে? আজ অনেকদিন পর এনাকে দারুণ মিস করছি। কাল বাপির পোস্টে পাঠানো আনন্দমেলা পূজাবার্ষিকী পেলাম। এখনো উলটে পালটে দেখা হয়নি। এখন এনাকে কাছে পেতে ইচ্ছে করছে।
0 Comments:
Post a Comment
<< Home