The Grass

Some of my poems... Some of my secrets... Some of my faces... Some of my thoughts I can't discuss with my friends... Some of the memories I cherish... It's all unexplored me... Just LISTEN!

Thursday, December 28, 2006

This Christmas!


SRISTISukh is a venture from us... the Editor, SRISTI to promote new bengali website in minimum expense. Here is our first project -- Karnika (www.karnika.co.nr)... a web magazine. Check it out.

One More...


You have missed few poems I posted here and there. Now the recent one.

Monday, December 04, 2006

One More Poem for Wagon Series...


Hope I've come back in Poetry again!

Tuesday, November 14, 2006

SRISTI is back!


17 poets, 151 poems, 2 inteviews, 2 articles and 12000 sincere readers... SRISTI! Like that line? Well check it here http://www.geocities.com/sristi_mag/index.html or http://www.sristi.co.nr

Wednesday, November 08, 2006

আনন্দমেলা – স্বপ্ন সত্যি হওয়ার গল্প

খবরটা প্রথমে সৌমী দিয়েছিল, তারপর বাপাই-এর কাছ থেকে জেনে নিশ্চিন্ত হলাম। আমার ডাকে পাঠানো একটা গল্প (মালঞ্চ নাইট স্কুল) ছাপা হয়েছে আনন্দমেলায়। পরেরদিন অফিসে এসে অবশ্য আমাদের শপিং সেন্টারেই পেয়ে গেলাম একটা কপি (হায়দ্রাবাদে আনন্দের সব পত্রিকা পাই আমরা)।

আনন্দমেলায় আমার লেখা ছাপা এর আগেও হয়েছে। তবে সেগুলো পাঠকের পাতায়। এই প্রথম একজন লেখক হিসাবে আমার একটা গল্প বেরোলো। খুব স্বাভাবিক, আমার আনন্দ হচ্ছে। আর তার সাথেই সৌমীকে ট্রিট দিতে ইচ্ছে করছে।

বিঃ দ্রঃ – খবরটা চাউর হ’তেই আমার পরিচিতরা আনন্দমেলার নভেম্বর সংখ্যা কিনতে শুরু করেছেন। অতএব, তাড়াতাড়ি করুন, নাহ’লে আপনার আর এই মাসের আনন্দমেলা পড়া হবে না।

Wednesday, November 01, 2006

Hyderabad!


Hey! Now Hyderabad... Damn boring yaar! Imagine your company is paying you to enter office at 10:30 and browsing net for rest of the day... I'm not kidding man! This 'no work'ness is killing me! Boss, please let me kick up something... at least my own ass!

Wednesday, October 25, 2006

পোস্টমর্টেম আর জীবন ছিল অনুপম

[এবার একটু ইচ্ছে হল ফর্ম নিয়ে নাড়াচাড়া করার। অবশ্য এই ঘাবড়ে যাওয়া প্রয়াসকে আমার গুরু শমিত রায়-এর অনুপ্রেরণা বলা যায়।]
সিদ্ধান্তহীনতাঃ এমনভাবে কোনো লেখা শুরু করার অর্থ দু'রকম -- আমার হাতে লেখা নেই, হাত খেলিয়ে তাস আনার নামে তাসা মারাচ্ছি অথবা আমার মনের মানুষ আছে বনে... তা যাবি তো যা বনেই গেলাম। আপনাদের বাড়িতে বিল্লীদের তবিয়ত কেমন আছে? এটাও কিন্তু গুরুর কাছে শেখা বালখিল্যতার নামে সিরিয়াস কথা বলো। সত্যি আমায় ভালবাসবেন? আপনাদের বিনোদনের সব সুরায় ভাগ দেব...
লিডার ও আমিঃ প্রয়াসকে কলুষিত করতে প্রোজেক্ট বলা হয়। সেখানে পথ প্রদর্শকদের ঘেন্না করা হয়, কারণ তারা সমকামী ব'লে আশঙ্কা। আমার লিডার আমার বৌ। সে আমার থেকে দশ সাল বড়ো। অতএব দ্বিতীয় স্তবকও বাতিল।
কিন্তু তারা উচ্চঘরঃ দর্শন ব'লে কিছু রইলো না এ জীবনে। একথা বলার পর ডানা মেলতে চাইলেন তিনি। কিন্তু বারান্দার বাইরে অভিকর্ষ কাজ করে বোধহয় ওই বাড়িতে। তাই আপেলের মতো টুপ ক'রে খসে পড়লেন তিনি। চুলে বালি আর ধুলো লেগে গেল। নাকের ডানদিকটা একটু বেশি অনুভূতিপ্রবণ ব'লে একটা ক্ষীণ ধারা সেখানে রইলো। পুলিশের লোকজন অবশ্য সেটা মুছিয়ে দিল। কোলের ওপর মাথাটা নিয়ে এক কনস্টেবল বলল - 'পিজ্জা খাবেন? বলব? শস্তায় জীবন বাঁচত সবার।' চোয়াল ফাঁক ক'রে হাসলাম।
ফ্ল্যাশব্যাকের নাম বাবাজীঃ কোত্থেকে শুরু ক'রি? উমমম! একটা ভাই ছিল। সে পাহারায় থাকত। না। দাঁড়াও ওটা না... আচ্ছা সেই এন্টারপ্রাইজ গঠনের গল্পটা বলি। একজন লোক এক সকালে ভাবলো প্রেমে পড়বে এবং বিশ্বপ্রেমে ভেসে যাওয়ার ফর্ম ভরলো এক রথ কোম্পানীর অফিসে। তারপর রথের চাকা মাটি থেকে তোলার কাজ (যেটা তার ফেবারিট টি-শার্টের সংজ্ঞা) ভক্তিভরে করতে থাকল। বাড়িতে জানল সফটওয়্যার বহুজাতিক -- দুনিয়াজোড়া ভালোবাসাবাসির মোমচক্র।
অতিশোয়াক্তিঃ (আচ্ছা আর বোর করব না।) লোকটার একটা বৌ ছিল। তার ফোটো কিউবিকলে থাকত টেবিলের ওপর।
==============================================

আজ আমার জন্মদিন


আজ আমার জন্মদিন। কাল ঈদ ছিল। মায়ের মন খারাপ হওয়ার মত যথেষ্ট। আমায় মাইসোর ছেড়ে হায়দ্রাবাদ যেতে হবে। জানিনা মনটা কেমন ভারাক্রান্ত। কেমন একটা ভালো না লাগা। আজ সৃষ্টি প্রকাশিত হওয়ার কথা ছিল সেইজন্যে কী? হতে পারে। কেমন একটা অতৃপ্তি সবসময়। পরের ইস্যু প্রকাশ না পাওয়া পর্যন্ত এটা কাটবে না মনে হচ্ছে। একটু মন দিয়ে লেখালিখি করতে হবে এখন। কিছুই ভালো লাগা না থেকে অনেক সময় ভালো লেখা আসে।


যাক গে, আজ আমার জন্মদিন। তাই নিজেকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। রোহণ, তুমি ভাল থেকো।

Sunday, October 22, 2006

আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি...


যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়...

জেনো তোমার মতোই আমি হাতড়ে বেড়াই

জেনো তোমার মতোই আমার বন্ধু একটা চাই

শেষ ব'লে কিছু নেই

শেষ যেখানে জেনো শুরু সেখানেই


অনেকদিন পর আমার গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু এখানে এনা নেই। কে আমায় গান শোনাবে? আজ অনেকদিন পর এনাকে দারুণ মিস করছি। কাল বাপির পোস্টে পাঠানো আনন্দমেলা পূজাবার্ষিকী পেলাম। এখনো উলটে পালটে দেখা হয়নি। এখন এনাকে কাছে পেতে ইচ্ছে করছে।